[ad_1]
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসিমা বেগম নামে এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে। দগ্ধ শাহনাজ বেগম ওই এলাকার আমির হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, নাসিমা বেগমের কাছ থেকে জমি বন্ধক রেখে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন শাহনাজ। তবে নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় শুক্রবার রাতে নাসিমা বেগম ও তার সহযোগীরা শাহনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান এবং তাকে উদ্ধার করেন।
প্রথমে শাহনাজকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চাঁদপুর জেনারেল হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, ‘নাসিমা বেগমসহ কয়েকজন মিলে আমাকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছে। আমি চিৎকার করলে পরিবারের লোকজন এসে আমাকে বাঁচায়।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এ ঘটনায় নাসিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com