[ad_1]
রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় সেখান থেকে ছয়টি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল রোববার বিকেলে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষে রাখা ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও রয়েছে।
এর আগে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com