[ad_1]
খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ খাগড়াছড়ি জেলা হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের বলেন, সোমবার সকালে নিহতদের ময়নাতদন্ত করা হবে। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পেছনে মূল প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, একটি পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’ নামের গ্রুপ শনিবার ভোর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে। এর ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ চলাকালীন কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে গুইমারার রামেসু বাজারে অবরোধের সময় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে বাজারের দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মোটরসাইকেলও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। পরে কিছু ব্যক্তি বাজার ও বসতবাড়ি লুটপাট করে আগুন দেয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলেন, অবরোধ নিয়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত। খাগড়াছড়ি শহরে সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনী অবস্থান করছে এবং বাজার খোলা হয়নি।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com