[ad_1]
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
রোববার গুলিতে নিহতরা সবাই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
নিহতরা হলেন; তৈইচিং মারমা (২০), পিতা অলাকাই মারমা, বাড়ি রামসু বাজার এলাকায়. আথুইপ্রু মারমা (২১), পিতা থুহলাঅং মারমা, বাড়ি আমতলী পাড়া এবং আখ্রাউ মারমা (২২), পিতা হাসু মারমা, বাড়ি চেংগুলি পাড়া।
পুলিশ জানিয়েছে, নিহতদের ময়নাতদন্ত চলছে। প্রক্রিয়া শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পাহাড়ি ও বাঙালি সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেছেন। সব পক্ষ শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি তদারকি করছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com