[ad_1]
জিন্স প্যান্টের ডিজাইনে একটি ছোট পকেট চোখে পড়ে, যা সাধারণত সামনের বড় পকেটের এক পাশে একটু ভেতরের দিকে লাগানো থাকে। অনেকেই এটাকে কয়েন রাখার জায়গা হিসেবে ব্যবহার করেন, আবার অনেকেই পুরোপুরি অকারণ বলে মনে করেন। কারণ পকেটটা এতটাই ছোট যে এতে তেমন কিছু রাখা যায় না।
ইতিহাস ঘেঁটে জানা যায়, এই ছোট পকেটটির সূচনা হয়েছিল ১৮০০ সালের দিকে। সে সময় আমেরিকান রাখাল বা ‘কাউবয়’ দের মধ্যে জিন্স প্যান্ট ব্যাপক জনপ্রিয়তা পায়। তারা সাধারণত পকেট-ঘড়ি (pocket watch) ব্যবহার করতেন, যা ছিল ধাতব চেইনসহ ছোট একটি ঘড়ি। ঘড়িগুলো বেশ নাজুক ছিল, তাই নিরাপদভাবে রাখার জন্য দরকার হতো একটি ছোট এবং সুরক্ষিত জায়গা।
ওয়েস্টকোটে রাখার প্রচলন থাকলেও অনেক সময় ঘড়ি পড়ে গিয়ে ভেঙে যেত। এই সমস্যা সমাধানে জিন্স নির্মাতা প্রতিষ্ঠান ‘Levi Strauss & Co.’ একটি বিশেষ ছোট পকেট যোগ করে, যাতে কাউবয়রা তাদের পকেট ঘড়ি নিরাপদে রাখতে পারেন। কোমরের কাছাকাছি ওই ছোট পকেটটিতে ঘড়ি রাখলে সেটি বেঁচে যেত ধাক্কা বা আঘাত থেকে।
কালের পরিক্রমায় পকেট ঘড়ির ব্যবহার একপ্রকার উঠে গেলেও, এই ছোট পকেটটি জিন্সের নকশায় রয়ে গেছে ঐতিহাসিক সম্মান ও স্টাইলের অংশ হিসেবে। বর্তমানে অনেকেই এতে কয়েন, ইউএসবি ড্রাইভ, ছোট চাবি বা অন্যান্য ছোটখাটো জিনিস রাখেন।
অর্থাৎ, এটি শুধু নকশার অংশ নয়, বরং একসময়কার বাস্তব প্রয়োজন মেটাতে তৈরি হওয়া একটি ছোট পকেট, যা আজও আমাদের পোশাকে ইতিহাসের ছাপ বহন করে চলেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com