[ad_1]
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার লাশে খড়ি দেওয়া রাসেল মন্ডল (২০) নামের এক যুবককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম সোমবার দুপুরে নিশ্চিত করেন, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়া সামাদ মন্ডলের ছেলে।
পুলিশ সুপার জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে নজরুল মন্ডল নুরাল পাগলার লাশ পোড়ানোর জন্য খড়ি প্রদান করছে। ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয় এবং পরে গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নজরুল মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত দুই মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় সূচনা হয়েছিল ৫ সেপ্টেম্বর, যখন বিক্ষুব্ধ জনতা নুরাল হক ওরফে নুরাল পাগলের বাড়ি ও দরবারে হামলা চালায়। এ সময় রাসেল মোল্লা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। জনতার হামলায় গুরুতর আহত রাসেল মোল্লাকে ফরিদপুরে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা ও ভাঙচুরের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫শ থেকে ৪ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com