[ad_1]
দেশের ক্রিকেটের উন্নয়নে আবেগ নয়, বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বোর্ড পরিচালনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর মতে, ক্রিকেট বোর্ডে অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে কাজে লাগানোই এখন সবচেয়ে জরুরি।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ক্রিকেট বোর্ড প্রফেশনালি পরিচালনা করা উচিত। ব্যক্তিগত সম্পর্ক বা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তামিম ভাই, বুলবুল ভাই, ফারুক ভাই—তিনজনেরই ভিন্ন ভিন্ন জায়গায় শক্তি আছে। সবার অভিজ্ঞতা মিলিয়ে বোর্ডকে এগিয়ে নেওয়া সম্ভব।”
অনেকের ধারণা, ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরানো হয়েছে। তবে এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, “এটা ভুল ধারণা। ফারুক ভাইকে সভাপতি করার আগে আমি ক্রিকেটারদের মতামত নিয়েছিলাম। তখন তামিম ভাইও ফারুক ভাইয়ের নাম বলেছিল।”
বর্তমান সভাপতি আমিনুল ইসলামের কাজ নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। চার মাস আগে দায়িত্ব নিলেও তাঁর নেওয়া উদ্যোগ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। আসিফ মাহমুদ বলেন, “আমিনুল ইসলাম এশিয়ার ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা রাখেন। আফগানিস্তানের ক্রিকেটকে উন্নত করার পেছনে তাঁর বড় ভূমিকা ছিল। বাংলাদেশ ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা কাজে লাগালে আরও ভালো ফল পাওয়া সম্ভব।”
তিনি আরও জানান, বহুদিন ধরে পরিকল্পিত ‘মিনি বিসিবি’ বাস্তবায়নের পথে এগোচ্ছে, যা দেশের ক্রিকেটকে নতুন মাত্রা দেবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com