শিরোনাম
কোন অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ, চাইলেন নগর সরকার ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিলে ডা. শাহাদাত হোসেন স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন Save the nature of Bangladesh চট্টগ্রাম মহানগর শাখার কমিটির পক্ষ থেকে মেয়র কে ফুলেল শুভেচ্ছা বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত। মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যৌথ উদ্যোগই পারে সুস্থ জাতি গঠনে অবদান রাখতে: মেয়র ডা. শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত ভেজাল বিরোধী অভিযান সদরঘাট রোডে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা

ইলিশ রক্ষা জাতীয় দায়িত্ব: মিরপুর প্রেসক্লাব

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

[ad_1]

জাতীয় মাছ ইলিশ রক্ষা ও অধিক উৎপাদনে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইলিশ ভোজের আয়োজন করেছে মিরপুর প্রেসক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর শাহ আলী থানাধীন নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ইলিশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দেন এবং ইলিশ রক্ষাকে জাতীয় কর্তব্য হিসেবে অভিহিত করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইউনিভার্সিটি অব কুমিল্লার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হানিফ খান। তিনি তার বক্তব্যে বলেন, ইলিশ শুধু একটি মাছ নয়, এটি আমাদের জাতীয় গর্ব এবং দেশের অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার কর্তৃক ঘোষিত অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি এই বিষয়ে ব্যাপক গণসচেতনতা তৈরির আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মস্তাজ, দৈনিক জিহাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার শামসুনাহার চামেলি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢালী মো. দেলোয়ার এবং জনপ্রশাসন সম্পাদক নাঈম মাশরাফি। বক্তারা ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা নিধন বন্ধের গুরুত্ব তুলে ধরেন এবং জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন। এছাড়াও, ইলিশের দাম মধ্যবিত্তের নাগালে রাখতে একটি সুনির্দিষ্ট বাজার ব্যবস্থাপনা তৈরির পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকারিয়া এবং আলোচক ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর আক্তারুজ্জামান তারেক। তারা মৎস্য আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং নদী দূষণ রোধের মাধ্যমে ইলিশের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার দাবি জানান।

সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের সাংবাদিক সমাজ ইলিশ সংরক্ষণ নিয়ে সবসময় সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে।

অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আগত অতিথিরা ইলিশ উৎসবে অংশ নেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/