[ad_1]
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাক্ষাতের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবে সম্মতি জানান।
সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমি গাজায় যুদ্ধের ইতি টানতে আপনার পরিকল্পনা সমর্থন করি। যদি হামাস ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে, মেনে নিয়ে পরে পিছিয়ে যায়, তবে ইসরায়েল নিজেই নিজের লক্ষ্য পূরণ করবে। এটি সহজ পথে করা যাবে, বা কঠিন পথে। আমরা সহজ পথেই চাই, তবে তা হওয়াটা জরুরি।
নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির ধাপগুলো ব্যাখ্যা করেন, প্রথম ধাপে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি মুক্তি দেওয়ার পর আংশিকভাবে সেনা প্রত্যাহার করা হবে। পরবর্তী ধাপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন, যার দায়িত্ব হবে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা এবং গাজাকে সামরিকীকরণমুক্ত করা। যদি এই আন্তর্জাতিক সংস্থা সফল হয়, আমরা স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে পারব।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে। তবে নিকট ভবিষ্যতের জন্য নিরাপত্তা সীমান্তে অবস্থান বজায় রাখবে।
এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাশে দাঁড়িয়ে থাকা নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাবে সম্মত হয়েছেন। হামাস যদি এই প্রস্তাব মেনে চলে, তাহলে বন্দিরা মুক্তি পাবে এবং যুদ্ধ শেষ হবে।
তিনি বলেন, আমি শুনেছি হামাস এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। আরব ও মুসলিম দেশগুলো গাজাকে সামরিকীকরণমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গাজায় একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com