[ad_1]
নির্বাচন সামনে রেখে পুলিশের সক্ষমতা তৈরি করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৈষম্যবিরোধী আন্দোলনের পর যে ভঙ্গুর অবস্থায় পুলিশ পড়েছিল, সেখান থেকে এক বছরে অনেকটা ঘুরে দাঁড়ানো গেলেও এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বলে তিনি জানান।
মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, আন্দোলনের সময় পুলিশ অনেক জায়গা থেকে সরে এসেছিল। সেখান থেকে বর্তমান অবস্থায় নিয়ে আসা সহজ কাজ ছিল না। এখন লক্ষ্য হলো আসন্ন জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা। তিনি বলেন, “আমরা পালিয়ে যাচ্ছি না। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই এগিয়ে যাব এবং সফল হব।”
নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি করছে কোন শক্তি—এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, এখানে অনেক দল ও গোষ্ঠী রয়েছে। বিশেষ করে পরাজিত ফ্যাসিস্টদের একটি অংশ বিরোধী শক্তি হিসেবে সক্রিয়।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি জানান, সারাদেশে ৩১ হাজার ৬০৬টি পূজামণ্ডপে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, “যেকোনো ছোট ঘটনায় খবর পেলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।” গতরাত পর্যন্ত ৪৯টি ঘটনা ঘটেছে, তবে কোনো বড় বিপত্তি ঘটেনি। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া খাগড়াছড়িতে সাম্প্রতিক ধর্ষণ মামলার বিষয়ে তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, অন্য দুইজন এখনও পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা হওয়ার পরও বিষয়টি রাজনৈতিকভাবে ইস্যু করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই আন্দোলনের সময়ের সহিংসতা নিয়ে দায়ের করা মামলাগুলোর অগ্রগতিও তুলে ধরেন আইজিপি। তার তথ্য অনুযায়ী, ১ হাজার ৭৬৯টি মামলার মধ্যে এখন পর্যন্ত ৫৫টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি হত্যা মামলা এবং ৩৭টি অন্যান্য মামলা। তবে সব মামলার তদন্ত শেষ করতে সময় লাগছে বলে তিনি হতাশা প্রকাশ করেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com