[ad_1]
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন নীতিমালা ঘোষণা করেছে, যেখানে আন্তর্জাতিক সূচি চলাকালীন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করা হয়েছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো খেলোয়াড় এখন থেকে জাতীয় দলের খেলা চলাকালীন অন্য কোনো লিগে অংশ নিতে পারবেন না।
এই সিদ্ধান্তের ফলে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানসহ শীর্ষ তারকাদের বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, খেলোয়াড়দের ফিটনেস ও বিশ্রাম নিশ্চিত করা এবং জাতীয় দলের প্রতি তাদের পূর্ণ মনোযোগ ধরে রাখাই এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য। আসন্ন বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ সিরিজের জন্য খেলোয়াড়দের সঠিকভাবে প্রস্তুত রাখাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি বোর্ড, তবে ধারণা করা হচ্ছে পিসিবি এখন থেকে এনওসি প্রদানের ক্ষেত্রে পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করতে চায়। কোন মানদণ্ডে এ মূল্যায়ন হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বিবিএলে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা। সিডনি সিক্সার্সের হয়ে বাবর আজম, ব্রিসবেন হিটের হয়ে শাহীন আফ্রিদি এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে মোহাম্মদ রিজওয়ান খেলার কথা থাকলেও আপাতত তা আটকে গেছে। একইভাবে হারিস রউফ, শাদাব খান, হাসান আলিসহ আরও কয়েকজনের চুক্তিও ঝুঁকির মুখে।
এই সিদ্ধান্ত শুধু অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেই নয়, প্রভাব ফেলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ‘আইএলটি২০’ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। ১ অক্টোবর অনুষ্ঠেয় আইএলটি২০ নিলামে পাকিস্তানের ১৮ জন ক্রিকেটারের নাম রয়েছে। অন্যদিকে ডিসেম্বরের বিপিএল ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটাররা বরাবরই বড় আকর্ষণ হলেও এবার তাদের অংশগ্রহণ অনিশ্চয়তায় ঘেরা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com