[ad_1]
জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তাদের নিবন্ধন বাতিল করা হয়নি। কেবল তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বৈধ থাকলেও তারা বর্তমানে কোনো কার্যক্রম চালাতে পারবে না। তবে এই স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার করা সম্ভব।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে ড. ইউনূস এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল ভোটে অংশ নেবে, সে সিদ্ধান্ত কমিশনই নেবে, কারণ তারাই নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে।
আওয়ামী লীগের জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলেও তিনি মন্তব্য করেন, তাদের সমর্থক আছে বটে, তবে লাখো সমর্থকের দাবি সঠিক নয়। সাধারণ ভোটার হিসেবে সমর্থকেরা ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।
প্রধান উপদেষ্টা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও তাদের কর্মকাণ্ড রাজনৈতিক দলের মানদণ্ড পূরণ করেনি। তারা সহিংসতায় জড়িয়েছে, মানুষ হত্যা করেছে, দায় স্বীকার করেনি এবং সব সময় দায় এড়িয়ে অন্যের ওপর চাপিয়ে দিয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com