[ad_1]
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় ভোমরা সীমান্তের পুরপাতন হাটখোলা সর্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী। তাঁর সঙ্গে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক উপস্থিত ছিলেন।
এসময় তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সব ধর্মের মানুষ যেন নিরাপদে উৎসব পালন করতে পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সচেষ্ট।
বিজিবি মহাপরিচালক পূজার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। স্থানীয়রা তাঁর এ আগমনকে উৎসবের আনন্দে ভিন্ন মাত্রা হিসেবে উল্লেখ করেন।
[ad_2]
https://slotbet.online/