[ad_1]
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্ব নয়াপাড়া গ্রামে ‘জিনের মাধ্যমে চিকিৎসা’ করার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, মোছা. জাহেরা বেগম (৫২), যিনি নিজেকে ‘বানেসা পরী’ নামে পরিচয় দেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় টিউমার থেকে শুরু করে নানা জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে আসছেন।
অভিযোগ অনুযায়ী, তিনি হাতের আঙুলের ইশারায় ইনজেকশন দেওয়া, জিন দিয়ে অপারেশন, পানি পড়া, তেল পড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে রোগ সারানোর দাবি করেন। প্রতি সপ্তাহে চার দিন বাবার বাড়িতে গড়ে তোলা তার তথাকথিত চিকিৎসালয়ে রোগী দেখা হয়। প্রথমদিকে মাত্র ৫ টাকা ফি নিলেও বর্তমানে রোগীপ্রতি ৩০ টাকা নেওয়া হয়। এছাড়া বড় ধরনের চিকিৎসা বা কথিত অপারেশনের জন্য আদায় করা হয় হাজার হাজার টাকা। এ প্রতারণা থেকে আয় করে জমি ও সম্পত্তিও গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, প্রায় একযুগ ধরে তিনি এভাবে মানুষকে বিভ্রান্ত করে আসছেন। তাকে সহযোগিতা করছেন পরিবারের অন্য সদস্যরাও। বর্তমানে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ বিভিন্ন বাহনে করে তার কাছে চিকিৎসা নিতে আসেন।
স্থানীয় বাসিন্দারা এ কর্মকাণ্ডকে ইসলামবিরোধী ও প্রতারণামূলক বলে অভিহিত করেছেন। গোলাম রসুল নামে এক ব্যক্তি বলেন, “এটা এক ধরনের প্রতারণা, আমরা চাই গ্রাম থেকে এই কাজ বন্ধ হোক।” মহাতাব আলী প্রামাণিকের মতে, “এটা একেবারেই অনৈতিক ও বেআইনি কাজ, প্রশাসনের হস্তক্ষেপ দরকার।”
অভিযোগের বিষয়ে বানেসা পরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে তার আত্মীয়রা বাধা দেন। পরে তিনি নিজে জানান, তিনি জিনের সঙ্গে কথা বলেন এবং পানি পড়া, তেল পড়া, ঝাড়ফুঁক ইত্যাদি করেন।
এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজ আলম বলেন, “জিন দিয়ে চিকিৎসা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক। এটা বিজ্ঞানের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকরাই চিকিৎসা করতে পারেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা কালাইয়ের নাগরিকদের অনুরোধ করছি যেন এ ধরনের অন্ধবিশ্বাসে না পড়েন। যিনি এসব প্রতারণা করছেন তার বিরুদ্ধে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com