[ad_1]
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত আড়াইহাজার উপজেলার অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা হিন্দু-মুসলিম ভাই-ভাই। ষড়যন্ত্রকারীরা যেন পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাতে না পারে, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের দেশে হিন্দু-মুসলিমরা শত শত বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে; তাই পূজামণ্ডপে ধর্মীয় সংঘাত হওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পূজামণ্ডপ পরিদর্শন ও সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। সকল ধর্মের মানুষ একে অপরের পাশে থাকবেন, এ আমাদের আহ্বান।”
পরিদর্শনের সময় আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আফজাল ভুইয়া, জেলা বিএনপির আহবায়ক সদস্য লুৎফর রহমান আব্দু, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল হাসান এবং আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটন উপস্থিত ছিলেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com