[ad_1]
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন ও অতিদ্রুত নির্বাচনের বিষয়গুলো পছন্দ করছেন না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি আরও বলেছেন, এসব বিষয় শুনে প্রধান উপদেষ্টা বিরক্তও হচ্ছেন।
আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব মন্তব্য করেন গোলাম মাওলা রনি।
সম্প্রতি জাতিসংঘ সফরের সময় জিটিওকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি নির্বাচন, বর্তমান সরকারের মেয়াদ, আওয়ামী লীগসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। নেপালের বর্তমান সরকার ছয় মাসে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে বাংলাদেশে কেন ১৮ মাস লাগছে—এমন প্রশ্নের জবাবে সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “আপনি বললেন, অনেকে বলছে নির্বাচন দিতে এত সময় লাগছে কেন? কিন্তু অনেকে বলছেন, আপনারা পাঁচ বছর থাকুন। অনেকে বলছেন, ১০ বছর থাকুন, আবার কেউ বলছেন, ৫০ বছর থাকুন।”
প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রসঙ্গ তুলে গোলাম মাওলা রনি বলেন, “প্রধান উপদেষ্টা গণতন্ত্র, নির্বাচন, অতি দ্রুত নির্বাচন—এই জিনিসগুলো পছন্দ করছেন না। তিনি বিরক্ত হচ্ছেন এই কথাগুলোতে। আর আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে, এটি তিনি ও তার লোকজন প্রচার করছেন, কিন্তু এর অন্তরালে তাকে লোকজন আরো পাঁচ বছর থেকে যেতে বলছে।”
তিনি আরও বলেন, “আমি এর আগেও বলেছি, ড. ইউনূসের আসলে নিউইয়র্কে যাওয়াটা উচিত হয়নি। এই মুহূর্তে যাওয়াটা ঠিক হয়নি। আরও বলেছি, উনি খালি হাতে ফিরবেন এবং অনেক অপ্রীতিকর ঘটনা ঘটাবেন। সেটাই ঘটেছে।”
জিটিওকে সাক্ষাৎকারের সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বিধ্বস্ত, ক্লান্ত ও এলোমেলো লেগেছে বলে মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ড. ইউনূসের কথাবার্তায় ধারাবাহিকতা নেই।
তিনি বলেন, “জীবনের একটা সময় আছে যখন থামতে হয়। ড. মুহাম্মদ ইউনূসের যে থামা প্রয়োজন, সেটি মেহেদী হাসানের সঙ্গে তার দেওয়া সাক্ষাৎকারে পুরো বিশ্ব জেনে গেছে। আমরাও এটি বুঝে গেছি। আমি তার একজন শুভার্থী হিসেবে বিভিন্ন সময় বলেছি।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com