[ad_1]
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা এলাকায় ঘটে।
নিহতরা হলেন সাহেবের আলগা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম নিজ ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে ছিল তাদের তিন সন্তান। হঠাৎ বজ্রপাত ঘটে জাহাঙ্গীরের ঘরের ওপর। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর ও তার স্ত্রীর মৃত্যু হয়। তবে পাশের ঘরের সন্তানরা প্রাণে রক্ষা পায়।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। রাতের বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
[ad_2]
https://slotbet.online/