শিরোনাম
বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত। মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যৌথ উদ্যোগই পারে সুস্থ জাতি গঠনে অবদান রাখতে: মেয়র ডা. শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত ভেজাল বিরোধী অভিযান সদরঘাট রোডে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা টাইফয়েড থেকে শিশুদের বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন নিন: মেয়র ডা. শাহাদাত চন্দনাইশে শহীদ জিয়ার খাল খননের স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধনকালে ডা. শাহাদাত হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমাদের প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিতে হবে –জসিম উদ্দিন চৌধুরী আজ মাঠে নামছে বাংলাদেশ – Bangla Affairs উত্তাল সাগর, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

[ad_1]

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার জেরে ছুরিকাঘাতে মো. রামেল মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিল নাঈম (২০) ও তার সহযোগীরা। নাঈম তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। গাঁজা সেবন নিয়ে কয়েক দিন আগে রামেলের সঙ্গে নাঈম ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। তখন নাঈমরা রামেলকে খুন করার হুমকি দেয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে নাঈম ও তার সহযোগীরা রামেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রামেলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/