শিরোনাম
বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত। মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যৌথ উদ্যোগই পারে সুস্থ জাতি গঠনে অবদান রাখতে: মেয়র ডা. শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত ভেজাল বিরোধী অভিযান সদরঘাট রোডে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা টাইফয়েড থেকে শিশুদের বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন নিন: মেয়র ডা. শাহাদাত চন্দনাইশে শহীদ জিয়ার খাল খননের স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধনকালে ডা. শাহাদাত হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমাদের প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিতে হবে –জসিম উদ্দিন চৌধুরী আজ মাঠে নামছে বাংলাদেশ – Bangla Affairs উত্তাল সাগর, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিককে সতর্ক করল বিএনপি

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

[ad_1]

বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি ও সাধারণ মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টির কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিককে সতর্ক করেছে।

বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে চিঠির মাধ্যমে সতর্ক করা হয়। দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়, “আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর জন্য লোকসমাগম করেন; যা অপরিণামদর্শী কাজ এবং এতে জনদুর্ভোগ তীব্র হয়। আপনার এ অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রী কষ্ট ও বিড়ম্বনার মধ্যে পড়েন। এর আগে ও আপনি বিমানবন্দর এলাকায় মাত্রাতিরিক্ত লোকসমাগম ঘটিয়ে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি করেছেন। একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরনের কর্মকাণ্ড সাংগঠনিক নীতির পরিপন্থি; যা দৃষ্টিকটু এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, “এখন থেকে দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন লোকসমাগম ঘটালে বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।”

প্রসঙ্গত, গত সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এমএ মালিক। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। বুধবার বিকালে তিনি বিমানে নিজ এলাকা সিলেটে যান, সেখানে সিলেট ওসমানী বিমানবন্দরে আবারও স্বাগত ও বিদায় জানানোর জন্য লোকসমাগম হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/