[ad_1]
‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিকমানের ম্যারাথন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের ৭ শতাধিক দৌড়বিদ অংশ নেবেন। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ৪টি ক্যাটাগরিতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ৭ শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেবেন।
আজ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে RAIPURA MARATHON MEET THE PRESS অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান ম্যারাথনের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুক সিকদার। আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও রায়পুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিকমানের ম্যারাথন। বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করার একটি বৃহৎ প্রচেষ্টা এটি। আগামী ৩ অক্টোবরের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এবার আয়োজনে অংশ নিচ্ছেন; ৪২ কিমি দৌড়ে ১৮০ জন, ২১ কিমি দৌড়ে ১৮৫ জন, ১০ কিমি দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ দেশি-বিদেশি দৌড়বিদ এবং ৫০০ মিটার দৌড়ে ৩০ জন শিশু।
ম্যারাথনের দিন নরসিংদী-রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত এলাকায় দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় সাজসজ্জাসহ সব প্রস্তুতি নেওয়া হবে। এতে ২০০-এর বেশি স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর দেড় শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়াও একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা দেবে।
পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এর আগের দিন, ২ অক্টোবর সন্ধ্যায়, ম্যারাথন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com