[ad_1]
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইটে দায়িত্ব পালনরত ফ্লাইট পার্সার তৈফুর রহমান খান রিফিউজির হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর লন্ডনের হেস্টন হাইড হোটেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বিমান সূত্রে জানা যায়, ঘটনার দিন হোটেলের কক্ষ থেকে বের হয়ে সামনে বসেছিলেন তৈফুর। হঠাৎ পিছন থেকে এক নেশাগ্রস্ত রিফিউজি মোটা লাঠি দিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর হামলাকারী তাকে পেটে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। হোটেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেন।
খবর পেয়ে লন্ডন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে এবং মামলা দায়ের করে। মারাত্মক আহত অবস্থায় তৈফুর ইমেইলের মাধ্যমে বিমান কর্তৃপক্ষকে ঘটনার বিস্তারিত জানালে তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের দীর্ঘদিনের অভিযোগ হেস্টন হাইড হোটেল ঘিরে। অভিযোগ অনুযায়ী, হোটেলটির প্রায় ৯০ শতাংশ কক্ষে বর্তমানে রিফিউজিরা অবস্থান করছে। সেখানকার পরিবেশ চরমভাবে অনিরাপদ ও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
একাধিক কেবিন ক্রু জানান, ওই হোটেলে গাঁজা সেবন, তাস খেলা, মদ্যপান, রাতভর হট্টগোল, নিম্নমানের হাউসকিপিং, এবং তেলাপোকার উপদ্রব এখন নিত্যদিনের ঘটনা। নারী কেবিন ক্রুদের সঙ্গে প্রায়ই অশোভন আচরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
তাদের অভিযোগ, হোটেল কমিটির প্রধান ক্যাপ্টেন তাসমীন এসব বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এক কেবিন ক্রু বলেন, “প্রতিদিনই আমরা ভয়ে থাকি। বিশেষ করে নারী ক্রুরা বড় ঝুঁকিতে রয়েছেন। হোটেলটি দ্রুত পরিবর্তন না হলে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটতেও সময় লাগবে না।”
বিমান কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন কেবিন ক্রুরা। তারা বলছেন, অন্যান্য আন্তর্জাতিক রুটের মতো (যেমন—জেদ্দা, রিয়াদ, মদিনা, টরন্টো, রোম, ইস্তাম্বুল) সব গন্তব্যে কেবিন ক্রুরা সম্মানজনক হোটেলে অবস্থান করলেও লন্ডনের ক্ষেত্রে ভিন্ন চিত্র। অনেকের দাবি, স্থানীয় কয়েকজন এজেন্টের ব্যক্তিগত স্বার্থের কারণে হেস্টন হাইড হোটেলের সঙ্গে চুক্তি বাতিল করা হচ্ছে না।
করোনা মহামারির পর থেকে হোটেলটির সুইমিং পুল, স্টিম, সোনা, জিমনেশিয়াম ও রেস্টুরেন্টসহ অধিকাংশ সুবিধা বন্ধ রয়েছে—তবুও সেখানে কেবিন ক্রুদের অবস্থান করানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিমানের লন্ডন কান্ট্রি ম্যানেজার হোটেল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ক্রুদের হেস্টন হাইড হোটেল থেকে একই কোম্পানির অন্য হোটেলে স্থানান্তর করার বিষয়ে আশ্বস্ত করেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com