ভেজাল বিরোধী অভিযানে নগরের দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক ) ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করা, নোংরা রক্ত যুক্ত ফ্রিজে বাসী খাবার সংরক্ষণ করা, বিভিন্ন ধরনের আতর , ফ্লেভার, কেওড়াজল ও রাসায়নিক খাবারে মেশানো, কাঁচা ও রান্না করা খাবার একসাথে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে নগরীর সদরঘাট রোডের চাটগাইয়া খানা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও নিউ আল মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com