শিরোনাম

গাজীপুরে বাস উল্টে ১১ জন পোশাকশ্রমিক আহত

নিউজ ডেস্ক / ১৫৩ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে ১১ শ্রমিক আহত হয়েছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- তেলিহাটি ইউনিয়নের বিধায় গ্রামের কারখানার ফিনিশিং অপারেটর রাহিমা আক্তার (২৫), আবদার গ্রামের শরিফা আক্তার (২৭), কাওরাইদ ইউনিয়নের লালপুকুর পাড় এলাকার ফিনিশিং সেকশনের সহকারী অপারেটর নিপা আক্তার (২৮), কাওরাইদ গ্রামের আনোয়ারা বেগম (৩০), মুন্নি আক্তার (৩২), শরিফা আক্তার (৩০), বলদীঘাট গ্রামের নূরুল ইসলাম (৪০), হাসিনা আক্তার (৩০), জৈনা বাজার এলাকার লিলি আক্তার (২২), শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার মাসুম (১৮) ও গফরগাঁওয়ের পাগলা গ্রামের ঝুমা আক্তার (৩৭)। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া থেকে কটেক্স পোশাক কারখানার ২৫ জন শ্রমিকবাহী একটি বাস কাওরাইদ যাচ্ছিল। জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে উল্টে যায়। বাসে থাকা শ্রমিকরা ভয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা বাসের জানালার গ্লাস ভেঙে শ্রমিকদের উদ্ধার করেন। ওই বাসে বেশিরভাগ নারী শ্রমিক ছিলেন। এর মধ্যে ১১ জন কমবেশি আহত হয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, ‌সাইটালিয়া এলাকার কটেক্স পোশাক কারখানার ১১ শ্রমিক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শ্রমিক বহনকারী বাস উল্টে যাওয়ার খবর পাইনি। বিষয়টি আমাদের কেউ জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/