শিরোনাম

ভূ-রাজনৈতিক পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে বহুপাক্ষিক উন্নয়ন

নিউজ ডেস্ক / ১২২ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং চলমান বিশ্বব্যাপী আর্থিক সংস্কারের কারণে বহুপাক্ষিক উন্নয়ন ব্যবস্থা উল্লেখযোগ্য সংখ্যক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী আর্থিক কাঠামো সংস্কারের মধ্য দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা উন্নয়নকে উৎসাহিত করতে বহুপাক্ষিক সহায়তা ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন। 

তারা বলছেন, বহুমুখী উন্নয়ন প্রক্রিয়াটি নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তহবিলের সম্প্রসারণ ও বিভাজন এবং তহবিলের গুণমানে উদ্বেগ রয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এবং উন্নয়ন (ওইসিডি) যৌথভাবে ‘বহুমুখী উন্নয়ন অর্থায়ন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

ওয়েবিনারে বিশেষজ্ঞরা বহুপাক্ষিক উন্নয়নের কার্যকারিতা অর্জনের জন্য উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়ন জোরদার করতে উদীয়মান দাতাদের সঙ্গে বৃহত্তর সম্পৃক্ততাকে উৎসাহিত করেন।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ছাড়াও ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ, এসপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল প্রমুখ।

স্বাগত বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বহুমুখী টেকসই উন্নয়নে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবেদনের তথ্য বলছে, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়ন ব্যবস্থা ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের (এনডিবি) সম্প্রসারণ প্রয়োজন।

অন্যদিকে সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ বলেন, অর্থনৈতিক মন্দা, দুর্যোগ, যুদ্ধ সহ নানান বিষয় বৈশ্বিক অর্থনীতিকে সমস্যায় ফেলছে। বাংলাদেশ ছাড়াও অন্যান্য উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বৈদেশিক ঋণ বেশ গুরুত্বপূর্ণ। যা আমাদের উন্নয়ন প্রকল্পে প্রয়োজন হয়। আবার এ ধরনের ঋণ আমাদের অর্থনীতিতে অনেক দুর্বলতা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/