দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা ও সাধারণ মানুষ

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর সুপার মার্কেটের প্রবেশ মুখে রাস্তার ফুটপাতে অবৈধ দখল করে গড়ে তোলা পোল্ট্রির দোকান, হাঁস, মোরগসহ, পশুপাখির দোকান খোলার কারণে, আবর্জনা ,দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। এ ব্যাপারে ভুক্তভোগিরা প্রায় ৩ মাস ধরে পৌর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না। ভুক্তভোগি ব্যবসায়ীদের অভিযোগ পৌরসুপার মার্কেটে লাখ লাখ টাকা জামানত দিয়ে, দোকানঘরের পজিশন নিয়েছেন, অনেক ব্যবসায়ী পজিশন ছাড়াও প্রতিমাসে ৫ থেকে ১৫ হাজার টাকা পৌরসভাকে ভাড়া পরিশোধ করছেন।

পৌরসুপার মার্কেটের ব্যবসায়ী নিজাম উদ্দিন,সিলেট ফ্যাশন, মা বাবা ট্রেডার্স, সিলেট পেইন্ট, পাল মিষ্ঠিঘর,ভাই ভাই ট্রেডার্স, সুপারির ঘর,ভোজন বিলাশ,মানিক জুয়েলার্সসহ ভুক্তভোগি স্বত্তাধিকারীগণ জানান পোল্ট্রিও দোকানের ময়লাÑ আর্বজনার কারণে পরিবেশ নষ্ট হওয়ায় পুরো মার্কেটই প্রায় ক্রেতা শূন্য থাকে, ্এতে তারা মারাত্মক ক্ষতির সম্মুখিন, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক মাহিদুল ইসলাম জানান ভুক্তভোগি ব্যবসায়ীদের অভিযোগ তদন্তের জন্য পরিবেশ ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছেন, তিনি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন, পৌরসভার সহকারি প্রকৌশলী আনোয়ার সাদাত হোসেন ভুইয়া, জানান পৌরপ্রশাসক ছুটিতে রয়েছেন, আগামি ১ ফেব্রুয়ারি কর্মস্থলে যোগদান করবেন, এরপরে সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।

The post দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা ও সাধারণ মানুষ appeared first on দৈনিক গনমুক্তি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/