নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৫১ বন্দী ধরা ছোঁয়ার বাইরে

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫


নরসিংদী প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০৪:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫




    ২০

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

দীর্ঘ ৭ মাস অতিবাহিত হবার পরও নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৫১ জন বন্দী এখনও ধরা ছোঁয়ার বাইরে। উদ্ধার হয়নি ২৭টি আগ্নিয়াস্ত্র ও গোলাবারুদ। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় একটার পর একটা খুনের ঘটনা ঘটেই চলছে। এতে করে নরসিংদী সর্বস্তরের মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৩২টি খুনের ঘটনা ঘটেছে। তম্মধ্যে বেশিরভাগ খুনই হয়েছে আগ্নিয়াস্ত্রের গুলিতে। যার পেছনে দায়ি করা হচ্ছে জেলা কারাগার থেকে লুট হওয়া আগ্নিয়াস্ত্র ও গুলিকে। তবে দ্রুত সময়ের মধ্যে কারাগার থেকে পালিয়ে থাকা কারাবন্দীদের গ্রেপ্তার করার পাশাপাশি লুট হয়ে যাওয়া আগ্নিয়াস্ত্র ও গেলাবারুদ উদ্ধারে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পূর্বে ২০২৪ইং সনের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ব্যাংক ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুউল্লাহ বাংলা টিমের ৯ জন জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে যায় এবং লুট করা হয় ৮৫টি আগ্নিয়াস্ত্র ও ৭ হাজারের অধিক গোলাবারুদ। ইতিমধ্যে পলাতক কারাবন্দিদের মধ্যে থেকে স্ব-ইচ্ছায় আত্মসমর্পণ ও গ্রেপ্তারসহ মোট ৬৪৪ জন বন্দিকে আইনের আওতায় আনা হলেও এখনো পর্যন্ত ১৫১ জন কারাবন্দি ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। অপরদিকে কারাগার থেকে লুট হওয়া আগ্নিয়াস্ত্রের মধ্যে ৫৮টি আগ্নিয়াস্ত্র উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি ২৭টি আগ্নিয়াস্ত্র ও ৫ হাজারেরও অধিক গোলাবারুদ। গত ৭ মাসে নরসিংদী জেলার ছয়টি উপজেলায় মোট ৩২টি খুনের ঘটনা ঘটেছে। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রাসেদুল হাসান রিন্টু এর সাথে আলাপ করলে তিনি বলেন, অতি তাড়াতাড়ি নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে না এলে ব্যবসায়িক পরিবেশ ভাল হবেনা। তাই দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। তাহলেই আইন শৃংখলার পরিবেশ ফিরে আসবে এবং ব্যবসায়িক পরিবেশ ভাল হবে। তিনি আরো জানান, কারাগার থেকে লুট হওয়া আগ্নিয়াস্ত্র এবং গুলি এখানকার সন্ত্রাসীরা ব্যবহার করছে।

এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নরসিংদী জেলা কারাগারের দায়িত্বে নিয়োজিত জেল সুপার মো: শামীম ইকবাল জানান, পালিয়ে যাওয়া কারা বন্দীদের সরকার সাধারণ ক্ষমা করার পরও এখনো পর্যন্ত যারা আত্মসমর্পণ করেনি এবং অস্ত্র জমা দেননি তারা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, আমি এখানে যোগদান করার পর আমার সহকর্মীদের নিকট থেকে জেনেছি পুরো কারাগারটি ধ্বংসস্তুপে পরিণত হয়ে গিয়েছিল। অফিস কক্ষ কনডেমডসেল, রান্নাঘর, খোলা চত্বরসহ সকল জায়গায় তান্ডবের চিহ্ন ছিল। বিষয়টি নিয়ে নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান এর সাথে আলাপ করলে তিনি বলেন, কারাগারে অগ্নিসংযোগের কারণে এখানকার অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ফলে অনেক বন্দীর নাম ঠিকানা খুজে বের করতে অনেকটা বেগ পেতে হচ্ছে। তবে ইতিমধ্যে বেশকিছু আসামিকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো যে সমস্ত আসামী পলাতক রয়েছে তাদের গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং লুট হওয়া বাকি অস্ত্রগুলোর সন্ধান করছে আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের জানমাল রক্ষার্থে অতি তাড়াতাড়ি পলাতক থাকা কারাবন্দীদের গ্রেপ্তারসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/