সিংড়ায় জমি দখল করতে গিয়ে মারপিট গ্রেফতার-১

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫


ফজলে রাব্বী, সিংড়া প্রতিনিধি

  • আপডেট সময় :
    ১২:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫






    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় সাগর (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শামিম নামে একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত টিম। সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগর মাঝগ্রামের পুলক কুমার ও তার ২ ভাই প্রায় ৪০ বছর আগে ঐ গ্রামের হামিদ মিয়ার কাছ থেকে ১ একর ২১ শতক জমি ক্রয় করে। সম্প্রতি হামিদের ভাতিজা, আ: হাইয়ের পুত্র বিটন ঐ জমিতে সোমবার সকালে বেড়া দিতে থাকে। এসময় স্থানীয়রা মানা নিষেধ করলে ও কর্নপাত না করে সাগর (২৫) কে বেদম প্রহার ও জখম করে। সে ওই গ্রামের মইনের পুত্র। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

এসময় শামিম (২৮) কে আটক করে। সে ঐ এলাকার আনিসুর রহমানের পুত্র। ভুক্তভোগী পুলক কুমার সরকার জানান, আমাদের ক্রয়কৃত জমিতে আমি সহ আমরা তিন ভাই বসবাস করে আসছি। প্রায় ৪০ বছর আগে কেনা। খাজনা খারিজ সহ সকল ডকুমেন্ট আছে। হঠাৎ করে বিটন তার লোকজন নিয়ে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মারপিট করে। আমরা সেনাবাহিনী ও পুলিশের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চাই। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। একজনকে আটক করা হয়েছে আদালতে প্রেরণ করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/