মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় শনিবার তাং ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত পালিত হয়েছে।নারী দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল নারীর অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক নারীে দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করলেই নারীর ক্ষমতায়ন সম্ভব। আমাদের সমাজে এখনো কিছু বাধা ও কুসংস্কার রয়েছে, যা দূর করতে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুবিয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রধান শিক্ষক কামরুনাহার, ও বিলকিস আরা প্রমুখ। বক্তারা নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করেন এবং সমাজে নারীর সার্বিক উন্নয়ন ও সফলতা তুলে ধরেন।
এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাহজাদপুর পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, যেখানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।
নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় বক্তারা জোর দেন নারী শিক্ষার প্রসার, কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি, এবং নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের ওপর।
https://slotbet.online/