শিরোনাম
মোংলায় কোস্টগার্ডের আয়োজনে সুন্দরবন ও নৌপথের নিরাপত্তা বিষয়ক আলোচনাসভা জুড়ীতে ডিবি হাতে ৪১০ ইয়াবাসহ ০১ জন আটক  কিশোরগঞ্জে নিকলী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারও মাদক নির্মূলে সংবাদ সম্মেলন করছেন  ঝিনাইদহে ভয়াবহ আগুনে পড়ল দুটি ট্রাক পলাশবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবি গ্রেফতার ডামুড্যায় জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত বিএমএসএস ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ এর আগমণে সিলেট জেলা ২০৯৭ শ্রমিক জোটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান নাটোরে বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে জমি বিক্রয়ের সাইনবোর্ড টাঙানোর অভিযোগ  ছাত্রনেতা পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তিতাস উপজেলা ছাত্রদল 

সিরাজগঞ্জে ধানক্ষেতে পাওয়া নিহত ব্যাক্তির হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই, গ্রেপ্তার-৩

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ধানক্ষেতে মেলা সেই নিহত ব্যাক্তির হত্যার রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই)। এঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআই পুলিশ সুপার এম এন মোর্শেদ।  তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি জেলার রায়গঞ্জের নিঝুড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাধা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ। পরেরদিন ভিকটিমের ভাই আসাদুজ্জামান রঞ্জু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্বপ্রনোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। এতে জানা যায়, নিহতের নাম কামাল হোসেন চঞ্চল। তিনি বরিশালের গৌরনদী হলেও পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন।

পুলিশ সুপার বলেন, নিহতের ঢাকাতে মোবাইল এক্সসোরিজ ও সমবায় সমিতির ব্যবসা ছিল। একইসাথে সে আদম ব্যবসায়ে জড়িয়ে পড়ে। তারই দোকানের কর্মচারী করিমের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী থানার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা গ্রহন করে সে। কিন্ত সে টাকা নেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ এই যুবকদের ইতালি পাঠাতে ব্যর্থ হয়। এদিকে যুবকদের টাকাও দেয়না। এতে ক্ষুব্দ হয়ে হয়রানীর শিকার যুবকেরা গত ২৩ ফেব্রয়ারি কামাল হোসেনকে ধানমন্ডি থেকে মাইক্রোবাসে করে অপহরন করে হত্যার পরে মরদেহ ওখানে ফেলে রেখে যায়।

এঘটনায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী এলাকার  রাসেল হোসাইন (২৫), নাসিদুর জামান নসিব (২৩) ও কফিলুর রহমান (২৩) কে গ্রেপ্তার করা হলে তারা আদালতে এই হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। হত্যায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে পিবিআই এর অন্যান্য কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/