ইয়েমেনে নিহত বেড়ে ৫৩ – দৈনিক গনমুক্তি

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫


ডেস্ক রিপোর্ট

  • আপডেট সময় :
    ০২:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫




    ১৫

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুথিরা। অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার দিয়েছে যুক্তরাষ্ট্রও। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম বিবিসি।
ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শনিবার হুথিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক এবং শক্তিশালী বিমান হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুথি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি। হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে।
বিবিসি বলছে, পূর্বের মৃত্যুর সংখ্যা আপডেট করে রোববার হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় পাঁচ শিশু এবং দুই নারীসহ ৫৩ জন নিহত হয়েছেন এবং আরও ৯৮ জন আহত হয়েছেন। হুথিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার রাতে বন্দর শহর হুদায়দাতে নতুন করে মার্কিন হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও কোনও মন্তব্য করেনি। অবশ্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবিসি নিউজকে বলেছেন, গত শনিবারের হামলায় “অনেক হুথি নেতাকে হত্যা করা হয়েছে। তিনি ফক্স নিউজকে বলেন: আমরা তাদের ওপর প্রচণ্ড শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে জানিয়েছি যে— যথেষ্ট হয়েছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ওপর নিরলস ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ফক্স বিজনেস সাক্ষাৎকারে হেগসেথ বলেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই অভিযান নৌচলাচলের স্বাধীনতা এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য। হুথিরা জানিয়েছে, ইসরায়েল গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে এবং (ইয়েমেনে তাদের ওপর কোনও হামলা হলে) তাদের বাহিনী সেই হামলারও জবাব দেবে। ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ইসরায়েলকে তাদের শত্রু মনে করে এবং তারা রাজধানী সানা ও ইয়েমেনের উত্তর-পশ্চিম অঞ্চল নিয়ন্ত্রণ করে। তবে হুথিরা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয়।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/