সিলেটে জাতীয়তাবাদী তাঁতীদলের ইফতার বিতরণ

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত বলেছেন, “জনগণের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করাই জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্য।” তিনি বলেন, “বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির একমাত্র সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া।”

বুধবার (১৯ মার্চ) সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে নগরীর বন্দরবাজার এলাকায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে এবং সিলেট জেলা তাঁতীদল নেতা আলতাফ হোসেন বিলালের পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার বিতরণে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—

সাবেক ছাত্রনেতা মওদুদুল হক পাশা মওদুদ, সৈয়দ জয়নুল হক জয়নুল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জর্জকোর্টের অ্যাডভোকেট নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্স রাক্কু, মোহাম্মদ হানিফ, আলী আহমদ, কামরুল হাসান, প্রভাষক মশাহিদ আলী, রফিক আহমদ, আব্দুল মালিক, ওসমান খান, আজিজুল হক, আরিফ চৌধুরী রাজ, রুমেল আহমদ রিপন, আফজাল হোসেন বেলাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, হোমায়ুন কবির হৃদয়, সামিদ আহমদ, শাকিল আহমদ, সুমন আহমদ, আব্দুর রহিম, শামীম আহমদ, নুরুল ইসলাম চঞ্চল, কামাল আহমদ, আব্দুন নুর, সানুর আহমদ, বিলাল উদ্দিন, কামাল তাপাদার, দেলোয়ার হোসেন দিলু, নবী হোসেন, রাজন মিয়া প্রমুখ।

ফয়েজ আহমদ দৌলত বলেন, “আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণে আমাদের কাজ অব্যাহত থাকবে।” এই আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, জাতীয়তাবাদী তাঁতীদলের এই উদ্যোগ সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর একটি অনন্য দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/