নাটোরে বেতন-ভাতার দাবীতে এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন 

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নাটোরে বেতন-ভাতা ও রাজস্বখাতে স্থানান্তরসহ ৭ দফার দাবীতে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ বিভাগের এ আই টেকনিশিয়ানরা। সোমবার(২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে  বাংলাদেশ সরকারি পানির সম্পদ এআই টেকনিশিয়ান সমিতি নাটোর জেলা শাখার আয়োজনে  নাটোর জেলা শাখা আহবায়ক আবু সাঈদ হিমেল এর সভাপতিত্বে এ  আই টেকনিশিয়ানদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর সহ ৭ দফা দাবিতে মানববন্ধন  করা হয়েছে।

এসময় মাঠ পর্যায়ের প্রায় একশত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্য সচিব আবু তাহের গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খায়রুল ইসলাম, এ আই সাব্দুল,  সুলতান মাহমুদ নজরুল ইসলাম, এ আই রাব্বানী, এ আই সেলিম, ও প্রবাল কুমার দাস বক্তাগণেরা বলেন আমাদের টেকনিশিয়ানরা প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছেন। বাংলাদেশ প্রাণিসম্পদকে এগিয়ে নিতে আমাদের কর্মীরা পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু বিনিময়ে আমরা কিছুই পাই না। গত ৯ মাস থেকে বেতন বন্ধ। পরিবার নিয়ে আমরা অসহায় জীবন যাপন করছি।

প্রাণিসম্পদ বিভাগের সকল আদের্শ নিদের্শ পালন করছি। কিন্তু নামমাত্র আমাদের চাকরি কিন্তু আমাদের কোনো বেতন নেই। অনেক দিন থেকে আমাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। দ্রুত আমাদের বেতন ও বোনাস সহ সবকিছু পরিশোধ করতে হবে। দাবী না মানলে পরবর্তীতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারী দেন তারা।

তাদের ৭ দফা দাবি গুলো হল

১। এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মান জনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিচালিত করতে হবে।

২। একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচে, যথাযথ প্রক্রিয়া বিহীত প্রশিক্ষণ) বাতিল করতে হবে।

৩। এতগুলো বেসরকারী কোম্পানীকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা অযৌক্তিক। টার্গেট পূরনের বাধ্যবাধকতা শিথিল করতে হবে।

৪। এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে।

৫। সরকারী সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে।

৬। বেসরকারী এআই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারী করতে হবে।

৭। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান তরান্বিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/