শিরোনাম
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা পশুরহাট ইজারায় স্বস্তির বাতাস – দৈনিক গনমুক্তি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার ধামরাইয়ে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের ৪র্থ তলার টয়লেট থেকে লাশ উদ্ধার  অর্থ বরাদ্দের দুই মাসেও সরকারি ঢেউটিন আসেনি উপজেলায় গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যের  র‍্যাংক ব্যাজ পরিধান বৃহত্তর আমরা খুলনাবাসীর দাবি গল্লামারী ব্রিজ দ্রুত বাস্তবায়ন করতে হবে জর্ডানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা – দৈনিক গনমুক্তি গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের

সিরাজগঞ্জে প্রথমবারের মতো ঈদ উপহার পেলেন আনসার ও ভিডিপির ভাতা ভোগী সদস্যরা 

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রথমবারের মতো ঈদ উপহার পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতা ভোগী সদস্যরা। বাহিনীটির মহাপরিচালকের পক্ষ হতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও এই উপহার পেয়েছেন ৩৮১ জন ভাতাভোগী সদস্য।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়সহ সিরাজগঞ্জের নয়টি উপজেলায় একযোগে এই উপহার বিতরণ করা হয়। জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোট ৩৮১ জন ভাতাভোগী সদস্যদের মাঝে সুশৃঙ্খলভাবে মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরন করা হয়। এর মধ্যে ২৪৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী ভাতা ভোগী সদস্য রয়েছেন। প্রথমবারের মতো ঈদ উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত জেলার ভাতা ভোগী সদস্যরা। খুশি মনে কৃতজ্ঞতা জানান বাহিনীটির মহাপরিচালকের প্রতি। এমন উপহার ভবিষ্যতে তাদের পেশাগত কাজকে আরো গতিশীল করবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, জেলার সকল ভাতাভোগী সদস্যদের মাঝে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ উপহার সামগ্রী সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। এমন উপহার পেয়ে দারুণ খুশি হয়েছেন তারা। তাদের মাঝে আলাদা একটা কর্ম স্পৃহা এসেছে। এমন উদ্যোগ তাদেরকে আগামীতে আরও উদ্যোমী করে তুলবে। জেলা কার্যালয়ে উপহার বিতরণ কালে সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান, সার্কেল এ্যাডজুট্যান্ট সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সময়ে প্রত্যেক উপজেলায় ঈদ উপহার বিতরণ করেন স্ব-স্ব উপজেলা কর্মকর্তা এবং প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/