শিরোনাম

ঈদ উৎসব সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড 

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫


মনির হোসেন, মোংলা

  • আপডেট সময় :
    ০১:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫






    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

ঈদ উৎসব সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। মোংলাসহ সুন্দরবন উপকুলের নদীপথকে সুরক্ষিত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় ২৮ মার্চ শুক্রবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের টহলদল মোংলা খেয়াঘাট এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনসাধারনকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও ব্যাগ তল্লাশী কার্যক্রম শুরু করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন,  প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ২৪ মার্চ  হতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট-নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

 

দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। তিনি আরও বলেন, কোস্টগার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে এ  কার্যক্রম চলমান থাকবে।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/