শিরোনাম
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ৭ নারী-পুরুষ মানিকগঞ্জে শিবালয় রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উলাইল ইউনিয়ন তাঁতী দলের সম্মেলন তেল সিন্ডিকেটেরই জয় – দৈনিক গনমুক্তি কুলির হাতেও ছিলো আলাদীনের চেরাগ! নবীনগরে ভূট্টায় কৃষকের স্বপ্ন – দৈনিক গনমুক্তি নওগাঁ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা বিয়ের প্রতিশ্রুতিতে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনএসআই মাঠ কর্মকর্তা বিরুদ্ধে মধুখালীতে গোল্ডেন পরিবহনের চাপায় এক ভ্যান যাত্রী নিহত সেনবাগে বৃদ্ধের বসতঘর ভংচুর, পিটিয়ে হাত ভাঙ্গল ভাতিজা নরসিংদীর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে জাটকা নিধন

সড়কে নেই যানজট আছে বিশৃঙ্খলা

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫


স্টাফ রিপোর্টার

  • আপডেট সময় :
    ০৩:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫




    ১৪

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

সড়কে এখনো বাড়েনি যানবাহনের চাপ। ফলে যানজট নেই। যদিও নানা কারণে সড়কে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। মূল সড়কে এলোমেলোভাবে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ বক্সের পাশেই উল্টো পথে ব্যাটারিচালিত রিকশা ও লেগুনা চলাচলে বিশৃঙ্খলা দেখা গেছে

খুলেছে স্কুলকলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কে এখনো বাড়েনি যানবাহনের চাপ। ফলে যানজট নেই। যদিও নানা কারণে সড়কে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। মূল সড়কে এলোমেলোভাবে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ বক্সের পাশেই উল্টো পথে ব্যাটারিচালিত রিকশা ও লেগুনা চলাচলে বিশৃঙ্খলা দেখা গেছে। এতে মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালগুলোতে গতি কমছে যানবাহনের। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগর, আগারগাঁও, শ্যামলী ও শিশুমেলা এলাকার সড়কে এমন দৃশ্য দেখা যায়।
ঢাকার ব্যস্ততম ট্রাফিক সিগন্যালগুলোর একটি আগারগাঁও। সেখানে সরেজমিনে দেখা যায়, মূল সড়কের দুই পাশে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হুটহাট উল্টোপথে ঢুকে পড়ছে এসব অটোরিকশা। দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্বিকারভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। আগারগাঁও মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে তো কোনো অনুমোদন নেই। ধরলে মামলার প্রক্রিয়া নেই, সরাসরি ডাম্পিং করতে হবে। কিন্তু আপনি দেখেন, যে পরিমাণ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে, সিগন্যাল পরিচালনা বাদ দিয়ে তাদের ধরতে গেলে মিনিটের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। যানজট হবে বা যান চলাচলে চাপ তৈরি হবে। যে কারণে অটোরিকশা ধরার ক্ষেত্রে শিথিলতা চলছে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রোগী নিয়ে ঢোকার মুখে কথা হয় অ্যাম্বুলেন্স চালক আব্দুল মান্নানের সঙ্গে। তিনি বলেন, এখানে তো ব্যাটারিচালিত অটোরিকশার অঘোষিত স্ট্যান্ড বানানো হয়েছে। রোগী নিয়ে জরুরি ভিত্তিতে ঢুকতে ও বের হতে বাধার মুখে পড়তে হয়। চিল্লাচিল্লি করে অটোরিকশা সরিয়ে ঢুকতে হয়। পাশেই ট্রাফিক পুলিশ বক্স। তাদের কোনো বিকার নাই। লেগুনার দৌরাত্ম্য তো আছেই।
শ্যামলী শিশু মেলায় সন্তানদের নিয়ে ঘুরতে আসা অভিভাবক মনসুর আলী বলেন, এখানে কাছাকাছি ইউটার্ন আছে, তবুও উল্টোপথে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। পথচারীদের পারাপারে আছে ফুটওভার ব্রিজ। সেটি ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশি। এই পথচারীরা নেমেই ট্রাফিক পুলিশ বক্স ও শিশু মেলার মুখে বিড়ম্বনায় পড়েন। কারণ ফুটপাতজুড়ে দোকান আর রাস্তার অর্ধেকটা জুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার অবস্থান। হাঁটার জায়গা যেখানে নাই, সেখানে যান চলাচল তো গতি হারাবেই।
ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনার দৌরাত্ম্য বন্ধে পুলিশ ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ আশা করেন তিনি। কথা বলতে চাইলে উল্টো পথে চলা অধিকাংশ অটোরিকশা চালক দ্রুত সটকে পড়েন। পুলিশের নাকের ডগায় এসব চলছে, কিন্তু ব্যবস্থা নেই। জানতে চাইলে ট্রাফিক তেজগাঁওয়ের উপকমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে ব্যাটারিচালিত অটোরিকশা আটক করি। উল্টোপথে চলা অটোরিকশা ও লেগুনা ডাম্পিংয়ে পাঠানো হয়।
তিনি বলেন, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক সচেতনতায় কাজ করছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার কাজটা শুধু ট্রাফিক পুলিশের নয়, এটা সবার দায়িত্ব।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/