কোম্পানীগঞ্জে বাইতুল আমান আর্দশ সমাজ ফুটবল প্রিমিয়ার লীগের মুকুট উঠল নীল সেনাদের মাথায়

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫


প্রতিনিধির নাম

  • আপডেট সময় :
    ০২:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫






    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফাইনালের রোমাঞ্চে ম্যান সিটি একাদশের চ্যাম্পিয়ন মুকুট,PSG একাদশকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতল বাইতুল আমান আর্দশ সমাজ ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫  শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডে, হামিদিয়া পাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবলপ্রেমীদের উত্তেজনার শেষ সীমানা ছুঁয়ে গেল বাইতুল আমান ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫-এর ফাইনাল ম্যাচে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী — ম্যান সিটি একাদশ ও PSG একাদশ মুখোমুখি হয় সেই মহারণে রুদ্ধশ্বাস ম্যাচে ম্যান সিটি একাদশ ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়, আর উল্লাসে ফেটে পড়ে মাঠজুড়ে থাকা দর্শক-সমর্থকরা।

মাঠের বাইরে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাইতুল আমান সমাজ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নূর নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাইতুল আমান সমাজ কমিটির সেক্রেটারী মাহফুজ আলম বাবুল, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নোয়াখালী জোনের সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয়।

ফাইনালের সেরা নায়ক ছিলেন ম্যান সিটি একাদশের ফাহিম, যিনি হয়েছেন ম্যান অব দ্যা টুর্নামেন্ট। ম্যাচের জ্বলন্ত তারকা হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তাওহিদ, আর দুর্দান্ত সেভে সেরা গোলকিপারের পুরস্কার জিতছেন উদীয়মান খেলোয়াড হাছান।

টুর্নামেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন হামিদিয়া পাড়া স্পোর্টিং ক্লাবের প্রাণপুরুষ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম আকাশ। তার একাগ্র প্রচেষ্টা ছাড়া এমন সাফল্যমণ্ডিত আয়োজন সম্ভব হতো না।

ফুটবল শুধুমাত্র খেলা নয় — এটি সমাজের বন্ধন, ভালোবাসা আর প্রজন্ম গড়ার মাধ্যম। বাইতুল আমান আর্দশ সমাজ কমিটি ও হামিদিয়া পাড়া স্পোর্টিং ক্লাব ধন্যবাদ জানায় প্রতিটি খেলোয়াড়, অতিথি, রেফারি ও ক্রীড়াপ্রেমী দর্শকদের, যাঁদের উল্লাস আর ভালোবাসায় টুর্নামেন্ট হয়েছে (সার্থক। ক্রীড়ায় হোক প্রতিযোগিতা, জয় হোক আমাদের বন্ধন ও স্বপ্নের!


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/