মাদক সমাজ দেশ ও জাতির জন্য অভিশাপ – হাসান মারুফ

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫


স্টাফ রিপোর্টার

  • আপডেট সময় :
    ১০:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫




    ১০

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে মাদকের ছোবল। মাদক পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য অভিশাপ। এ থেকে মুক্তির জন্য খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক মো: হাসান মারুফ।
এই বার্তা যুবসমাজের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেয়া নিশ্চিত করতে মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন স্লোগানে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা এবং সহযোগিতায় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। গতকাল বুধবার খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, মাদক সেবনে মস্তিস্ক বিকৃত হয়ে যায় এবং সমাজে ভালো কাজের জন্য কোনো অবদান রাখতে পারে না। তখন সমাজে নানা ধরনের অপরাধমুলক কাজে জড়িয়ে পরে। এর জন্য মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
ডোপ টেস্ট ছাড়া কোনো চাকরি হবে না বলে তিনি জানান, যারা কোনো ব্যবসা করতে চাইবে, সরকারি বা বেসরকারি চাকরিতে প্রবেশ করতে চাইবে তাদেরকে ডোপ টেস্টের আওতায় আনতে হবে। যদি সে ডোপ টেস্টে নেগেটিভ থাকে চাকরি হবে না। যতই অনার্স, মাস্টার্স করা হোক না কেন ভবিষতে তরুণদের চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। এতে তরুণদের বিভিন্ন কাজের সাথে সংযুক্ত করতে হবে।
আয়োজনে সভাপতিত্ব করেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো ইমাম জাফর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের কলেজের আশেপাশে কোনোভাবেই মাদকের কর্মকান্ডকে অনুমতি দিব না। হোক সেটা বিড়ি, সিগারেট। সকলের চেষ্ঠায় আমাদের কলেজকে মাদকদ্রব্য থেকে বিরত রাখতে সক্ষম হয়েছি। তিনি আর বলেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ, মাদকের ঘোরে থাকা যুবক ও অপসংস্কৃতির বেড়াজালে আটকে থাকা কিশোর বন্ধুদের সুস্থ বিনোদনের জন্য প্রতিটি মহল্লায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশে তিনি বলেন, মাদককে একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়। অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক (ডিএনসি) এ কে এম শওকত ইসলাম। উপ-পরিচালক (ডিএনসি) ঢাকা দক্ষিণের মো: মানজুরুল ইসলাম, খিলগাঁও মডেল কলেজ এর গভনিং বডি চৌধূরী মো: হুমায়ুন কবীর সহ প্রমূখ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/