নাবিক ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫


নিজস্ব প্রতিবেদক

  • আপডেট সময় :
    ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫






    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

গত ১৫ এপ্রিল ২০২৫  হতে গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৯-০৫-২০২৫) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস অভিযান চালিয়ে নাবিক ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ জন সদস্যকে আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট।

অভিযানকালে হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানায় প্রতারক চক্রের সদস্যরা ৮-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে স্বাক্ষরিত ব্যাংকের ব্লাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এবং হোটেল আগমনকালে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে নেয়। এছাড়া প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার জন্য কালার ব্লাইন্ড টেস্ট বুক এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। ভুক্তভোগীরা জানায় তাদের অনেকেই বসত ভিটা, আবাদি জমি ও জমানো অলঙ্কারসহ শেষ সম্বল বিক্রি করে প্রতারকচক্রকে টাকা প্রদান করে। এ সময় প্রতারক চক্রের নিকট হতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন ও উত্তর পত্র জব্দ করা হয়। আটককৃত প্রতারক সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

প্রতিবছর নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের প্রতারক চক্র অবৈধভাবে অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণার প্রচেষ্টা করে থাকে। নৌবাহিনী সদস্যদের তীক্ষ্ন নজরদারী, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টা কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/