আন্দোলনে একাত্মতা জানাতে কাকরাইলে ইশরাক

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫


আন্দোলনে একাত্মতা জানাতে কাকরাইলে সমর্থকদের সঙ্গে যোগ দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে গত কয়েক দিন ধরেই সমর্থকেরা আন্দোলন করছেন।

বুধবার (২১ মে) সন্ধ্যার পর ইশরাক কাকরাইলে আন্দোলনরত সমর্থকদের সঙ্গে যোগ দেন। তিনি আসার সঙ্গে সঙ্গে আন্দোলনরতদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। তারা নানা স্লোগান দিচ্ছিলেন।

গত কয়েক দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ করছিলেন। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ।

এদিন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে রিটের রায় দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন বলে আদালত সময় দেন। এরপর তারা কাকরাইল মোড়ে সারা রাত থাকার কর্মসূচিতে অবস্থান নেন।

যমুনার সামনের সড়কটিতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। সামনে রাখা হয়েছে জলকামান। সর্তক অবস্থানে রয়েছে পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয়। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার।

চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে আটকে যায় তার শপথ গ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/