বৃষ্টিতেও চলছে ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্রদল। অবস্থানের কারণে শাহবাগের আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেও তারা সেখানে অবস্থান নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ছাড়াও ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, নয় মাসে দুই খুন’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/