মানিকগঞ্জে দুই মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজ

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫


সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী মমতাজ বেগমকে মানিকগঞ্জে দায়ের করা দুই পৃথক মামলায় মোট ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে পরপর দুটি আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুর থানার ভাঙচুর ও মারধরের মামলায় মমতাজের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে ২০১৩ সালের একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় ২০১৩ সালের একটি হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ঘটনার প্রায় এক দশক পর, গত বছরের ২৫ অক্টোবর, নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে মামলা করেন।

অন্যদিকে, হরিরামপুর থানায় আরেকটি মামলা দায়ের করা হয় গত ২৯ অক্টোবর, যেখানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে মমতাজকে আসামি করা হয়। মামলার বাদী হলেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত দুটি মামলায় মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ঢাকার বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। সেই রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল।

কোর্ট পুলিশের কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, উভয় মামলায় তদন্তের স্বার্থে রিমান্ড প্রয়োজন ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জিজ্ঞাসাবাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/