মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না: ইশরাক

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫


দুই উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন

বৃহস্পতিবার (২২ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

পোস্টে ইশরাক হোসেন লিখেন—আন্দোলনকারী ভাইদের বলব এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

ইশরাক হোসেনের স্ট্যাটাস
ইশরাক হোসেনের স্ট্যাটাস

উল্লেখ্য, এদিন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত।

ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/