সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা পুনর্বিবেচনায় বিএনপি

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫


২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই মন্তব্য করেন। দলটির স্থায়ী কমিটির আলোচনার সিদ্ধান্ত তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, “যথাশীঘ্র সম্ভব জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এজন্য আমরা দাবি করছি, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত জনগণের এই প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এর অন্যথা হলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াবে।”

বিএনপির এ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংবাদ সম্মেলনে আমরা যে বিষয়গুলো তুলে ধরছি, সেগুলো যদি অতীতের মতোই উপেক্ষিত হয়, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। সেক্ষেত্রে বিএনপি বাধ্য হবে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা—তা পুনর্বিবেচনা করতে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/