পর্তুগালে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কুরআন শিক্ষা কেন্দ্র

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫


পর্তুগালের লিসবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো প্রথম বাংলাদেশি মালিকানাধীন কুরআন শিক্ষা কেন্দ্র “QURAN AND ISLAM FOR KIDS”, যা পরিচালিত হবে গ্রিনফিল্ড একাডেমির উদ্যোগে। এই ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রমের সত্ত্বাধিকারী হলেন কে. এম. মাসুদুল হক ও সৈয়দ সামিউল আলম।

অনুষ্ঠানের শুরুতে আগত সবাইকে স্বাগত জানিয়ে কুরআন শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ অতিথিদের পরিচয় করিয়ে দেন এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, সমাজসেবক, রাজনীতিক, ব্যবসায়ী এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন রানা তাসলিম উদ্দিন (বায়তুল মোকাররাম জামে মসজিদের প্রেসিডেন্ট), মুকিতুর রহমান চৌধুরী (তরুণ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব), হাকিম মিনহাজ (বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব), হারুন আর রশিদ (জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট), এডভোকেট নুরুল আবেদীন (বিশিষ্ট সমাজসেবক), শহীদ আহমদ প্রিন্স (পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক), হাফিজ আল-আসাদ (পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক), লুৎফুর রহমান (আলাকাট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট) ও আরও অনেকে।

ধারাবাহিকভাবে দীনী নসীহত ও উৎসাহমূলক বক্তব্য রাখেন হাফিজ মাওলানা নূরুল মুত্তাক্বিন, মাওলানা ওয়ারিস উদ্দিন, হাফিজ মাওলানা আরমান হুসাইন, হাফিজ মাওলানা মিজানুর রহমান, হাফিজ মাওলানা মুখবিরুল ইসলাম এবং হাফিজ সালমান সাঈদ।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররাম জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব এবং লিসবনের বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মুফতি আবু সাঈদ, যিনি শিক্ষার্থীদের প্রথম পাঠদান করেন। পরে পর্তুগালে আলেম সমাজের অভিভাবক ও জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মালিকের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কুরআন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি মুসলিম অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/