জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পালগাঁও গ্রামের আজিজুল হকের ছেলে।
শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকস দল অভিযান চালায়।
অভিযানটি পরিচালিত হয় জামালপুর শহরের ফেরিঘাট বাসস্ট্যান্ড থেকে বানিয়াবাজারগামী সড়কের উত্তর পাশে সেলিম হোটেলের রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তার উপর। সেখান থেকেই মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি নাজমুস সাকিব আরও বলেন, “পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয়ের নির্দেশনায় জামালপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
https://slotbet.online/