যশোরে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে আসিফ হোসেন নামে যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসিফ সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে।
মটর সাইকেলে থাকা অপর আরোহী আসিফের বন্ধু রাকিবুল ইসলাম শুভ জানিয়েছেন শহর থেকে বাড়ি ফেরার সময় মহাসড়কে অতিরিক্ত গতিতে ড্রাইভ করতে থাকে। তাকে নিষেধ করলেও সে শোনেনি। পথিমধ্যে তেতুলতলা মোড়ে পৌঁছুলে ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় আসিফ । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, নিহত আসিফের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/