পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মিছিল

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫


রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মিরপুর ১১ মিল্লাত ক্যাম্পের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন।

আজ রোববার বিকাল ৩ ঘটিকায় রাজধানীর পল্লবীর মিরপুর ১১ মিল্লাত ক্যাম্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, মিল্লাত ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ারি,ভুবন, ডলার, সাকিলা, জুম্মন, মোস্তাক ও তার ছেলে সুমন মিলাদ ক্যাম্পে মাদক ব্যবসা করে আসছে, তাদের নামে একাধিক মাদক মামলা আছে।দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম বলেন, আপনারা এলাকাবাসী আমাদের সহযোগিতা করেন,আমি কথা দিচ্ছি পল্লবীতে কোন মাদক ব্যবসায়ী থাকবে না। তিনি মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীকে বলেন আপনারা প্রত্যেক গলিতে একজন করে পাহারাদার রাখবেন এবং মাদক ব্যবসায়ী দেখামাত্র আমাদেরকে ফোন করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ আপনারা মাদক ব্যবসায়ী পক্ষে পুলিশকে সুপারিশ করবেন না।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ সরদার, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈম, পল্লবী থানা যুবদল নেতা রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রিয়াজ,সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিজার,৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ হোসেন মিঠু, আজারুল ইসলাম নান্টু,মনির হোসেন বাবু, সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও, জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক কারবারে যুক্ত হয়। এদের দৌরাত্ম্যে এলাকার উঠতি বয়সী ছেলেপেলে মাদকের সাথে জড়িয়ে পড়ছে আর এতে এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাওয়াসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই আমরা এলাকাবাসী এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে রাস্তায় নেমেছি। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/