পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫


শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবন এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সফরকালে গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে এ হামলায় অন্তত ছয়জন সাংবাদিক আহত হন।

জানা গেছে, স্থানীয় প্রশাসনের উদ্যোগে গারো পাহাড়ঘেরা বনাঞ্চলের ভেতরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। তবে বন বিভাগের আপত্তির কারণে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি স্পষ্টভাবে জানান, “বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না,” এবং ওই এলাকায় হাতির জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন।

তার এ বক্তব্যের পরপরই স্থানীয়দের একটি অংশ ক্ষুব্ধ হয়ে পড়ে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুই পক্ষ উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ অন্তত ছয়জন সংবাদকর্মী আহত হন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

বন বিভাগের তথ্যমতে, শেরপুরের গারো পাহাড়ঘেরা তিনটি উপজেলার তিনটি রেঞ্জজুড়ে প্রায় ২১ হাজার একর বনভূমি রয়েছে, যার মধ্যে প্রায় ১৫ শতাংশ দখলদারদের নিয়ন্ত্রণে আছে। পরিকল্পিত পর্যটন কেন্দ্রটি নির্মিত হওয়ার কথা ছিল ২২৩ একর খাসজমিতে, যার মধ্যে ৩২ একর চিহ্নিত রয়েছে সংরক্ষিত পাথর মহাল হিসেবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এই বনভূমি রাষ্ট্রের সম্পদ। পর্যটনের নামে এ সম্পদ ধ্বংস হতে দেওয়া যাবে না। এই এলাকাকে একটি হাতির অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে।”

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা ও শেরপুর প্রেসক্লাবের নেতারা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে পরিবেশ ও সাংবাদিক সুরক্ষার প্রশ্নে ঘটনাটি নিয়ে জাতীয় পর্যায়েও আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/