নরসিংদীতে রেলওয়ের উচ্ছেদ অভিযান – Bangla Affairs

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫


বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে আরশীনগর লেভেলক্রসিং থেকে বাদুয়াচর রেলগেট পর্যন্ত রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। তিনি জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে দোকানপাট নির্মাণ করা হয়েছিল। প্রায় এক মাস আগে মাইকিং করে অবৈধ দখল সরিয়ে নিতে বলা হলেও কেউ তা মানেনি।

তিনি আরও বলেন, “আজ সকাল ১১টা থেকে অভিযান শুরু হয়েছে। এটি চার দিনব্যাপী চলবে। অভিযানের পর কেউ পুনরায় দখল করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং আনসার সদস্যরা।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দখলমুক্ত জমিতে ভবিষ্যতে জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/