সাতক্ষীরায় পরিবেশ ও বন সম্পদ রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে তিনটি অনুমোদনহীন করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে আনুমানিক ৪৭ লাখ টাকার কাঠ এবং আরোপ করা হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা।
সোমবার (২৬ মে) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর নেতৃত্বে কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় এলাকায় এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি করাতকল অনুমোদন ছাড়া কাঠ চেরাই করে পরিবেশ ও বন সম্পদের ক্ষতি করছে।
অভিযানে অংশ নেন কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান, বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা বন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।
‘করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২’-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত তিনটি করাতকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে নোটিশ প্রদান করা হয়।
অভিযান চলাকালে আনুমানিক ৭,৮০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪৭ লাখ টাকা। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দকৃত কাঠ এবং জরিমানাসহ মোট সিজার মূল্য দাঁড়ায় ৪৭ লাখ ৩০ হাজার টাকা। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ও বন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন, এমন কার্যক্রম পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
https://slotbet.online/